কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হলো ৪ টন ইলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে প্রথমবারের মতো এই শুল্ক স্টেশন দিয়ে ইলিশ পাঠানো হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুল্কমুক্ত রপ্তানির আওতায় প্রতি কেজি ১০ ডলার মূল্যে এই ইলিশ পাঠানো হয়েছে। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় দাম ধরা হয়েছে প্রায় ৮৫৬ টাকা।
এদিকে গত ছয় মাসে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর ও বাংলাদেশের কুলাউড়ার চাতলাপুর স্থলের শুল্ক স্টেশন দিয়ে দেশীয় বিভিন্ন পণ্য রপ্তানি হলেও আমদানি প্রায় বন্ধ রয়েছে বলে জানিয়েছে চালতাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
চাতলাপুর শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর দেশের চারটি শুল্ক স্টেশন দিয়ে ভারতে শুল্কমুক্ত সুবিধায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। চাতলাপুর স্টেশন দিয়ে শুল্কমুক্ত সুবিধায় দুই দিনে ৪ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।
এই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে সাতকরা, কমলা, পেঁয়াজ, টাইলস তৈরির কাঁচামাল আমদানি করা হতো। আর বাংলাদেশ থেকে সিমেন্ট, খাদ্যজাত দ্রব্য ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হতো। ছয় মাসে ভারত থেকে চায়না ক্লে ছাড়া আর কোনো কিছু আমদানি হয়নি।
আমদানি-রপ্তানিকারক সিলেট বিভাগীয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব ইলিশ মাছ আমদানি করেছে। প্রতি কেজি ইলিশ ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। দেশে ৪ অক্টোবর থেকে আগামী তিন সপ্তাহ ইলিশ ধরা বন্ধ থাকবে। পরবর্তীতে যদি অনুমোদন থাকে তাহলে এ পথে আরও ইলিশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ শুল্ক স্টেশন দিয়ে নির্দিষ্ট পণ্য আমদানি ও রপ্তানির অনুমোদন রয়েছে। দেশের বড় আমদানিকারক ব্যবসায়ীরা যদি এ পথ দিয়ে আমদানিতে উৎসাহিত হোন তাহলে এই শুল্ক স্টেশনের রাজস্ব বাড়বে।
চাতলাপুর শুল্ক স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় দুই টন করে দুই দিনে ৪ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। এ পথ দিয়ে রপ্তানি থাকলেও করোনার প্রভাবে ভারত থেকে আমদানি নেই বললেই চলে।
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হলো ৪ টন ইলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে প্রথমবারের মতো এই শুল্ক স্টেশন দিয়ে ইলিশ পাঠানো হয়। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুল্কমুক্ত রপ্তানির আওতায় প্রতি কেজি ১০ ডলার মূল্যে এই ইলিশ পাঠানো হয়েছে। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় দাম ধরা হয়েছে প্রায় ৮৫৬ টাকা।
এদিকে গত ছয় মাসে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর ও বাংলাদেশের কুলাউড়ার চাতলাপুর স্থলের শুল্ক স্টেশন দিয়ে দেশীয় বিভিন্ন পণ্য রপ্তানি হলেও আমদানি প্রায় বন্ধ রয়েছে বলে জানিয়েছে চালতাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।
চাতলাপুর শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর দেশের চারটি শুল্ক স্টেশন দিয়ে ভারতে শুল্কমুক্ত সুবিধায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। চাতলাপুর স্টেশন দিয়ে শুল্কমুক্ত সুবিধায় দুই দিনে ৪ টন ইলিশ রপ্তানি করা হয়েছে।
এই শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে সাতকরা, কমলা, পেঁয়াজ, টাইলস তৈরির কাঁচামাল আমদানি করা হতো। আর বাংলাদেশ থেকে সিমেন্ট, খাদ্যজাত দ্রব্য ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হতো। ছয় মাসে ভারত থেকে চায়না ক্লে ছাড়া আর কোনো কিছু আমদানি হয়নি।
আমদানি-রপ্তানিকারক সিলেট বিভাগীয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার কেজি ইলিশ ভারতের ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব ইলিশ মাছ আমদানি করেছে। প্রতি কেজি ইলিশ ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। দেশে ৪ অক্টোবর থেকে আগামী তিন সপ্তাহ ইলিশ ধরা বন্ধ থাকবে। পরবর্তীতে যদি অনুমোদন থাকে তাহলে এ পথে আরও ইলিশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ শুল্ক স্টেশন দিয়ে নির্দিষ্ট পণ্য আমদানি ও রপ্তানির অনুমোদন রয়েছে। দেশের বড় আমদানিকারক ব্যবসায়ীরা যদি এ পথ দিয়ে আমদানিতে উৎসাহিত হোন তাহলে এই শুল্ক স্টেশনের রাজস্ব বাড়বে।
চাতলাপুর শুল্ক স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় দুই টন করে দুই দিনে ৪ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। এ পথ দিয়ে রপ্তানি থাকলেও করোনার প্রভাবে ভারত থেকে আমদানি নেই বললেই চলে।
মিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের
৫ মিনিট আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২৩ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
২৭ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৩৮ মিনিট আগে