Ajker Patrika

পাকা রাস্তা না থাকায় কাজে আসছে না কোটি টাকার ব্রিজ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ) 
পাকা রাস্তা না থাকায় কাজে আসছে না কোটি টাকার ব্রিজ

পাকা রাস্তা ও ব্রিজের গোড়ায় মাটি না থাকায় কাজে আসছে না কোটি টাকার ব্রিজ। ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের মানুষ। দুর্ভোগ পোহাচ্ছেন এই ইউনিয়নে ৮ / ১০টি গ্রামসহ চা বাগান বাসিন্দারা। 

সরেজমিনে দেখা যায়, সাটিয়াজুরী ইউনিয়নের সাটিয়াজুরী বাজার-কাজিরখিল-দারাগাও চা বাগানে এলজিইডি সড়কের ৪ কিলোমিটার সড়কের মধ্যে ১ কিলোমিটার সড়ক গত বছর পাকাকরণ হয়। বাকি ৩ কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় কাজিরখিল, দারাগাও, সাটিয়াজুরী, কৃষ্ণপুর, দারাগাও চা বাগানসহ ৮ / ১০ গ্রামের সাধারণ মানুষ সহ ছাত্র–ছাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। 

জরুরি প্রয়োজনে দুই পাড়ের মানুষের আসা যাওয়া করতে হলে ৭ কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। তা ছাড়া ব্রিজের গোড়ায় মাটি না থাকায় চরম কষ্টে ব্রিজ দিয়ে চলাচর করছে মানুষ। 

স্থানীয় দারাগাও ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওসার আলী জানান, এ রাস্তা দিয়ে তিনিসহ শত শত ছাত্র–ছাত্রীকে নিয়মিত আসা-যাওয়া। রাস্তাটি পাকা না থাকায় কাঁদা দিয়ে যেতে অনেক কষ্ট হয় বলে জানান তিনি। 

স্থানীয় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান ব্রিজের গোড়াতে মাটি দিলে বর্ষা মৌসুমে তা থাকে না, রাস্তা টি পাকা করণের জন্য চেষ্টা চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাস বলেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করণের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। এ বছরেই পাকা করণের কাজ শুরু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত