Ajker Patrika

সৌদিপ্রবাসী দিপু মিয়া হত্যা: ৩৭ আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা
আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সৌদিপ্রবাসী দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দোলোয়ার হোসেনের আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।

এই মামলার ৬০ আসামির মধ্যে বর্তমানে ৪৩ জন কারাগারে রয়েছেন। এর আগে র‍্যাব চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

মামলা সূত্রে জানা যায়, কালনী গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সঙ্গে ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন থেকে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২২ জানুয়ারি দুই পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত সৌদিফেরত প্রবাসী দিপু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ সকালে আদালত চত্বরে নিহত দিপু মিয়ার স্বজনরা মানববন্ধন করেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত