Ajker Patrika

সৌদিপ্রবাসী দিপু মিয়া হত্যা: ৩৭ আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা
আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সৌদিপ্রবাসী দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দোলোয়ার হোসেনের আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।

এই মামলার ৬০ আসামির মধ্যে বর্তমানে ৪৩ জন কারাগারে রয়েছেন। এর আগে র‍্যাব চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

মামলা সূত্রে জানা যায়, কালনী গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সঙ্গে ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন থেকে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২২ জানুয়ারি দুই পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত সৌদিফেরত প্রবাসী দিপু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ সকালে আদালত চত্বরে নিহত দিপু মিয়ার স্বজনরা মানববন্ধন করেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত