শাবিপ্রবি প্রতিনিধি
প্রাতিষ্ঠানিক ফলাফলে বিপর্যয়, মানসিক সমস্যা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকাসহ বিভিন্ন কারণে দেশের ৭৪ শতাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক বিষণ্নতায় ভুগছেন বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষক।
দেশের বিভাগীয় শহরগুলোয় ২০২১-২২ এইচএসসি সেশনের প্রায় ৫ হাজার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে এ গবেষণার ফলাফল তৈরি করা হয়। গবেষক দলের নেতৃত্বে ছিলেন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।
প্রিভেলেন্স অব ডিপ্রেশন অ্যান্ড ইটস অ্যাশোসিয়েটেড ফ্যাক্টরস অ্যামাং আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন ক্যান্ডিডেটস ইন বাংলাদেশ: এ নেশনওয়াইড ক্রস সেকশনাল স্টাডি’ শিরোনামে গবেষণাপত্রটি তৈরি করা হয়। সম্প্রতি গবেষণাপত্রটি আন্তর্জাতিক মাল্টিডিসিপ্লিনারি কিউ-১ জার্নাল প্লস ওয়ানে প্রকাশ করা হয়।
গবেষক দলে শাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাফিউল হাসান ও আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মুনমুন সরকারসহ সাতজন গবেষক ছিলেন। তাঁরা বলেন, পারিবারিক সমস্যা, গুরুতর অসুস্থতা, কোভিড আক্রান্ত, প্রাতিষ্ঠানিক ফলাফল বিপর্যয়, মানসিক সমস্যা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকাসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা মানসিক চাপে ভুগছেন।
গবেষণাপত্রটির তথ্যমতে, দেশের ৭৪ শতাংশ ভর্তি পরীক্ষার্থী বিভিন্ন পর্যায়ের বিষণ্নতায় ভুগছেন।
প্রাতিষ্ঠানিক ফলাফলে বিপর্যয়, মানসিক সমস্যা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকাসহ বিভিন্ন কারণে দেশের ৭৪ শতাংশ বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক বিষণ্নতায় ভুগছেন বলে দাবি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষক।
দেশের বিভাগীয় শহরগুলোয় ২০২১-২২ এইচএসসি সেশনের প্রায় ৫ হাজার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে এ গবেষণার ফলাফল তৈরি করা হয়। গবেষক দলের নেতৃত্বে ছিলেন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন।
প্রিভেলেন্স অব ডিপ্রেশন অ্যান্ড ইটস অ্যাশোসিয়েটেড ফ্যাক্টরস অ্যামাং আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন ক্যান্ডিডেটস ইন বাংলাদেশ: এ নেশনওয়াইড ক্রস সেকশনাল স্টাডি’ শিরোনামে গবেষণাপত্রটি তৈরি করা হয়। সম্প্রতি গবেষণাপত্রটি আন্তর্জাতিক মাল্টিডিসিপ্লিনারি কিউ-১ জার্নাল প্লস ওয়ানে প্রকাশ করা হয়।
গবেষক দলে শাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. নাফিউল হাসান ও আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মুনমুন সরকারসহ সাতজন গবেষক ছিলেন। তাঁরা বলেন, পারিবারিক সমস্যা, গুরুতর অসুস্থতা, কোভিড আক্রান্ত, প্রাতিষ্ঠানিক ফলাফল বিপর্যয়, মানসিক সমস্যা ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাস না থাকাসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা মানসিক চাপে ভুগছেন।
গবেষণাপত্রটির তথ্যমতে, দেশের ৭৪ শতাংশ ভর্তি পরীক্ষার্থী বিভিন্ন পর্যায়ের বিষণ্নতায় ভুগছেন।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৬ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১২ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৭ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪০ মিনিট আগে