হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে থেকে বড়দের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতেরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আজিজুল ইসলামের শিশু (১২) সঙ্গে একই গ্রামের আফজাল মিয়ার ছেলের (১৩) তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তকসির মিয়া, এনামুল হক, আখলাছ আহমেদ, মিনহাজ মিয়া, খোকন মিয়া, মিজানুর রহমান, আমজাদ আলি, হারুনুর রশীদ, সাইফুল ইসলাম, মোবারক মিয়া, মোসাব্বির মিয়া, খেলু মিয়া, ইদু মিয়া, রাজিউর রহমান, মামুন মিয়া, সাইকুল মিয়া, জমসেদ মিয়া, রোশন বেগম, মিজানুর রহমান, শিমুল আহমেদ, ওয়াহিদ মিয়া, রাসেল মিয়া, হায়দর আলী, মাইদুর রহমান, মফিজ উদ্দিন, আব্দুর রউফ, শরিফ উদ্দিন, শাহিন মিয়া, আজিজুল ইসলাম, শাহিন মিয়া, রুয়েল মিয়া, জিতু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে থেকে বড়দের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতেরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আজিজুল ইসলামের শিশু (১২) সঙ্গে একই গ্রামের আফজাল মিয়ার ছেলের (১৩) তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তকসির মিয়া, এনামুল হক, আখলাছ আহমেদ, মিনহাজ মিয়া, খোকন মিয়া, মিজানুর রহমান, আমজাদ আলি, হারুনুর রশীদ, সাইফুল ইসলাম, মোবারক মিয়া, মোসাব্বির মিয়া, খেলু মিয়া, ইদু মিয়া, রাজিউর রহমান, মামুন মিয়া, সাইকুল মিয়া, জমসেদ মিয়া, রোশন বেগম, মিজানুর রহমান, শিমুল আহমেদ, ওয়াহিদ মিয়া, রাসেল মিয়া, হায়দর আলী, মাইদুর রহমান, মফিজ উদ্দিন, আব্দুর রউফ, শরিফ উদ্দিন, শাহিন মিয়া, আজিজুল ইসলাম, শাহিন মিয়া, রুয়েল মিয়া, জিতু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৪ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৭ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
২০ মিনিট আগে