নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা কফি মেশিন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আটক যাত্রী হোসাইন আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের বাসিন্দা।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ জানান, সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশন শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তাঁর দুটি লাগেজে রাখা তিনটি কফি মেশিনের ভেতর জড়ানো অবস্থায় ১০৫ পিস সোনার বিস্কুট ও সোনার ৪টি রিং বার পাওয়া যায়। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, আটক হোসাইনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এভিয়েশনের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা কফি মেশিন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আটক যাত্রী হোসাইন আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের বাসিন্দা।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ জানান, সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশন শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তাঁর দুটি লাগেজে রাখা তিনটি কফি মেশিনের ভেতর জড়ানো অবস্থায় ১০৫ পিস সোনার বিস্কুট ও সোনার ৪টি রিং বার পাওয়া যায়। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, আটক হোসাইনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এভিয়েশনের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা
১৭ মিনিট আগেইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
১৮ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন।
২১ মিনিট আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে।
৩৭ মিনিট আগে