গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও প্রবারণা পূর্ণিমার ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। করোনায় পর্যটন শিল্পে ভাটা পড়লেও এবারের লম্বা ছুটিকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে পর্যটনকেন্দ্রগুলো। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আজ শুক্রবার সকাল থেকেই উপজেলার তিনটি পর্যটনকেন্দ্র জাফলং, বিছনাকান্দি ও রাতারগুলে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখা গেছে। সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জাফলংয়ে। দুপুরের পর থেকে জিরোপয়েন্টে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে শুরু করেছে। জাফলংয়ের জিরোপয়েন্ট, মায়াবী ঝরনা, খাসিয়াপল্লি ও চা-বাগানে গিয়ে পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ জিরো পয়েন্ট থেকে নৌকা নিয়ে ছুটে যাচ্ছেন মায়াবী ঝরনায়। চা-বাগান, খাসিয়া পল্লিতেও পর্যটকেরা ছুটে যাচ্ছেন। পর্যটকদের ভিড়ে এখানকার ব্যবসায়ীদেরও ব্যস্ততার শেষ নেই।
জিরোপয়েন্টে আগত পর্যটক সুমন মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে জাফলং বেড়াতে এসেছেন। এখানকার পরিবেশ খুব সুন্দর। পিয়াইন নদীর ওপর ঝুলন্ত সেতু সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। জিরোপয়েন্ট দেখার পর মায়াবী ঝরনায় যাবেন তারা।
আরেক পর্যটক রবিউল ইসলাম জানান, অনেক আগে এখানে বেড়াতে এসেছিলাম। তখনকার চেয়ে এখন পরিবেশ আরও সুন্দর। খুব ভালো লাগছে। সুযোগ পেলেই এখানে ছুটে আসবো।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, ‘গত মাসে পর্যটকের খরা ছিল। কিন্তু টানা ছুটি পেয়ে কদিন থেকে পর্যটকেরা আসতে শুরু করেছেন। এখন আমাদের ব্যস্ততা বেড়েছে।’
ব্যবসায়ী শাহআলম আহমেদ বলেন, পূজার ছুটিতে প্রতিদিনই এখানে পর্যটকেরা ছুটে আসছেন। শুক্র ও শনিবার পর্যটক বেশি আসেন। বেচাকেনাও ভালো।
এদিকে শুক্রবার সকাল থেকেই প্রকৃতির অপ্সরা খ্যাত বিছনাকান্দি ও সোয়াম ফরেস্ট রাতারগুলেও নানান বয়সের পর্যটকদের আনাগোনা ছিল লক্ষণীয়। প্রতিদিনই সেখানে দল বেঁধে ছুটে যাচ্ছেন পর্যটকেরা।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, ছুটির দিন শুক্রবার জাফলংয়ে প্রচুর পরিমাণে পর্যটক বেড়াতে এসেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।
দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও প্রবারণা পূর্ণিমার ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। করোনায় পর্যটন শিল্পে ভাটা পড়লেও এবারের লম্বা ছুটিকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে পর্যটনকেন্দ্রগুলো। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আজ শুক্রবার সকাল থেকেই উপজেলার তিনটি পর্যটনকেন্দ্র জাফলং, বিছনাকান্দি ও রাতারগুলে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখা গেছে। সবচেয়ে বেশি পর্যটকের ভিড় জাফলংয়ে। দুপুরের পর থেকে জিরোপয়েন্টে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে শুরু করেছে। জাফলংয়ের জিরোপয়েন্ট, মায়াবী ঝরনা, খাসিয়াপল্লি ও চা-বাগানে গিয়ে পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ জিরো পয়েন্ট থেকে নৌকা নিয়ে ছুটে যাচ্ছেন মায়াবী ঝরনায়। চা-বাগান, খাসিয়া পল্লিতেও পর্যটকেরা ছুটে যাচ্ছেন। পর্যটকদের ভিড়ে এখানকার ব্যবসায়ীদেরও ব্যস্ততার শেষ নেই।
জিরোপয়েন্টে আগত পর্যটক সুমন মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে জাফলং বেড়াতে এসেছেন। এখানকার পরিবেশ খুব সুন্দর। পিয়াইন নদীর ওপর ঝুলন্ত সেতু সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। জিরোপয়েন্ট দেখার পর মায়াবী ঝরনায় যাবেন তারা।
আরেক পর্যটক রবিউল ইসলাম জানান, অনেক আগে এখানে বেড়াতে এসেছিলাম। তখনকার চেয়ে এখন পরিবেশ আরও সুন্দর। খুব ভালো লাগছে। সুযোগ পেলেই এখানে ছুটে আসবো।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, ‘গত মাসে পর্যটকের খরা ছিল। কিন্তু টানা ছুটি পেয়ে কদিন থেকে পর্যটকেরা আসতে শুরু করেছেন। এখন আমাদের ব্যস্ততা বেড়েছে।’
ব্যবসায়ী শাহআলম আহমেদ বলেন, পূজার ছুটিতে প্রতিদিনই এখানে পর্যটকেরা ছুটে আসছেন। শুক্র ও শনিবার পর্যটক বেশি আসেন। বেচাকেনাও ভালো।
এদিকে শুক্রবার সকাল থেকেই প্রকৃতির অপ্সরা খ্যাত বিছনাকান্দি ও সোয়াম ফরেস্ট রাতারগুলেও নানান বয়সের পর্যটকদের আনাগোনা ছিল লক্ষণীয়। প্রতিদিনই সেখানে দল বেঁধে ছুটে যাচ্ছেন পর্যটকেরা।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, ছুটির দিন শুক্রবার জাফলংয়ে প্রচুর পরিমাণে পর্যটক বেড়াতে এসেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে