Ajker Patrika

সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫: ১১
সুনামগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু 

সুনামগঞ্জে তিন উপজেলায় বজ্রপাতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. এহসান শাহ। 

তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে বোরো ধান কাটা হচ্ছিল। এ সময় বজ্রপাতে রমজান মিয়া (১৫) ও মুকিদ মিয়া (২৫) নামের দুজন আহত হন। পরে স্থানীয়রা দুজনকেই তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। আর মুকিদ মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে এবং মুকিদ মিয়া একই গ্রামের আব্দুল হকের ছেলে। 

অন্যদিকে, ছাতকে বজ্রপাতে তিনজন মারা গেছেন। নিহতরা হলেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (৪৫)। 

এ ছাড়া জেলার দোয়ারাবাজার উপজেলায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩২)। তাঁরা হাওরে ধান কাটছিলেন। 

এ নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘যেহেতু এখন বজ্রপাতের সময়, তাই আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের মাইকিং করে সচেতন করছি। যেন তারা খারাপ আবহাওয়ায় নিরাপদ স্থানে অবস্থান নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত