Ajker Patrika

মেজর পরিচয়ে দাপট দেখাতে গিয়ে আটক সেনাবাহিনীর বরখাস্ত করপোরাল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামে একটি বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আটক বাসিদুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তি সেনাবাহিনীর বরখাস্ত হওয়া সদস্য। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামে। তাঁর সহযোগী হিসেবে হামিদা বেগম (৪০) নামের এক নারীকেও আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের হামিদা বেগমের স্বামী পরিচয়ে একটি বাড়িতে কয়েক দিন ধরে বসবাস করছিলেন। হামিদার পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। বাসিদুর মেজর পরিচয় দিয়ে হামিদাদের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হয়।

এলাকাবাসী সেনাক্যাম্পে বিষয়টি জানালে সোমবার সকাল ১০টায় সেনাক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে বাসিদুর ও হামিদাকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র‍্যাব-৯ লেখাসংবলিত একটি ক্রেস্ট, দা, ছুরি, চাকু প্রভৃতি উদ্ধার করা হয়।

সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট করপোরাল হিসেবে কর্মরত থাকা অবস্থায় ছুটিতে এসে পলাতক হন। পরে তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ভুয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত