মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের ফাতেমা জান্নাত মৌ (৬) হত্যার রহস্য নয় দিনেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত ৯ মার্চ (বুধবার) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নিহত শিশু ফাতেমার পরিবারের সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে কেছুলুটি গ্রামে আসেন তাঁরা। এর আগে একই ইউনিয়নের ঈদগাহ টিলায় তাঁরা বসবাস করতেন। তাদের আয় উন্নতি দেখে কয়েকজন প্রতিবেশী নানানভাবে হয়রানি করছে তাদেরকে। গত কয়েক বছরে একাধিক প্রতিবেশীর সঙ্গে তাদের কয়েকবার ঝগড়াঝাঁটি হয়েছে। এরই জেরে এ ঘটনা ঘটছে বলে মনে করছে ভুক্তভোগীর পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক কেছুলুটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শিশু ফাতেমার পরিবার এমন ঘটনা ঘটাতে পারে। দ্রুত সময়ের মধ্যে শিশু ফাতিমা হত্যার রহস্য উদ্ঘাটন করার দাবি জানান তারা। শিশুটিকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন তাঁরা।
নিহত ফাতেমা জান্নাত মৌয়ের বাবা ফরিদ মিয়া ও মা রুবি বেগম বলেন, ঘটনার দিন আসরের নামাজের পর আমাদের মেয়ে মৌ বাড়ির পূর্ব দিকের রাস্তা দিয়ে উত্তর দিকে যায়, যাওয়ার সময় আমাদের ছেলের বউ ও মেয়ে দেখেছে। এরপর আর বাড়িতে আসেনি। সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনে একটি গর্তের মধ্যে আমাদের মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ পাই। তাঁরা আরও বলেন, আমরা আমাদের মেয়ে হত্যার বিচার চাই। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।
ফাতিমা জান্নাত মৌ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা বলেন, এখনো কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি। রহস্য উদ্ঘাটন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি কয়েক দিনের মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য বের হবে।
এর আগে গত বুধবার ৯ মার্চ উপজেলার শমশেরনগর ইউনিয়নের খেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার ৬ বছরের শিশু ফাতেমা জান্নাত মৌ নিখোঁজর ২ ঘণ্টা পর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ ঘরের পেছনে একটি গর্ত থেকে উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। ঘটনারদিন রাতে নিহত শিশুর মা রুবি আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের ফাতেমা জান্নাত মৌ (৬) হত্যার রহস্য নয় দিনেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত ৯ মার্চ (বুধবার) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নিহত শিশু ফাতেমার পরিবারের সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে কেছুলুটি গ্রামে আসেন তাঁরা। এর আগে একই ইউনিয়নের ঈদগাহ টিলায় তাঁরা বসবাস করতেন। তাদের আয় উন্নতি দেখে কয়েকজন প্রতিবেশী নানানভাবে হয়রানি করছে তাদেরকে। গত কয়েক বছরে একাধিক প্রতিবেশীর সঙ্গে তাদের কয়েকবার ঝগড়াঝাঁটি হয়েছে। এরই জেরে এ ঘটনা ঘটছে বলে মনে করছে ভুক্তভোগীর পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক কেছুলুটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শিশু ফাতেমার পরিবার এমন ঘটনা ঘটাতে পারে। দ্রুত সময়ের মধ্যে শিশু ফাতিমা হত্যার রহস্য উদ্ঘাটন করার দাবি জানান তারা। শিশুটিকে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন তাঁরা।
নিহত ফাতেমা জান্নাত মৌয়ের বাবা ফরিদ মিয়া ও মা রুবি বেগম বলেন, ঘটনার দিন আসরের নামাজের পর আমাদের মেয়ে মৌ বাড়ির পূর্ব দিকের রাস্তা দিয়ে উত্তর দিকে যায়, যাওয়ার সময় আমাদের ছেলের বউ ও মেয়ে দেখেছে। এরপর আর বাড়িতে আসেনি। সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনে একটি গর্তের মধ্যে আমাদের মেয়ের ক্ষতবিক্ষত মরদেহ পাই। তাঁরা আরও বলেন, আমরা আমাদের মেয়ে হত্যার বিচার চাই। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।
ফাতিমা জান্নাত মৌ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা বলেন, এখনো কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি। রহস্য উদ্ঘাটন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি কয়েক দিনের মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য বের হবে।
এর আগে গত বুধবার ৯ মার্চ উপজেলার শমশেরনগর ইউনিয়নের খেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার ৬ বছরের শিশু ফাতেমা জান্নাত মৌ নিখোঁজর ২ ঘণ্টা পর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ ঘরের পেছনে একটি গর্ত থেকে উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। ঘটনারদিন রাতে নিহত শিশুর মা রুবি আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশি একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট পাওয়া যায়।
৩ মিনিট আগেপল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দিনাজপুর অফিস ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুদক। নিয়োগ, বদলি বাণিজ্য, কেনাকাটায় অনিয়মসহ নানাবিধ অভিযোগে এসব অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দুইজনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের
১৮ মিনিট আগেরাজবাড়ীর কালুখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে কালুখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে