Ajker Patrika

মাধবপুরে নৌকার প্রার্থীসহ ২৩ জনের জামানত বাজেয়াপ্ত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে নৌকার প্রার্থীসহ ২৩ জনের জামানত বাজেয়াপ্ত

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৩ প্রার্থীসহ ২৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ জনই জামানত হারিয়েছেন।

নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই অনুযায়ী জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন-১ নম্বর ধর্মঘর ইউনিয়নের সাইফুর রহমান, ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের সৈয়দ আমানউল্লাহ, ৩ নম্বর বহরা ইউনিয়নের শাহ মো. আল আমিন, ৪ নম্বর আদাঐর ইউনিয়নের মো. আশেক মিয়া, মো. আল আমিন, মামুন মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের আলফাজ আলীর, ৬ নম্বর শাহজাহাপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ, ৭ নম্বর জগদিশপুর ইউনিয়নের শেখ আব্দুল জলিল ও নাছির উদ্দিন খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৮ নম্বর বুল্লা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. সামীমুর রহমান, ৯ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের নৌকার প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম ও একই ইউনিয়নের আজিজুর রহমান এবং সৈয়দ আদেল আহমেদ প্রিন্স জামানত হারিয়েছেন।

১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে সবচেয়ে বেশি। ওই ইউনিয়নে জামানত হারানোরা হলেন—একেএম বায়েজিদ বোস্তামী, জিয়াউর রহমান, মো. সানিউর রহমান মানিক, রোকন মিয়া ও মহিবুর রহমান। এ ছাড়া ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. এখলাছ মিয়া ও জাপার কামরুজ্জান জামানত হারিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত