নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলাকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
নগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জিডিটি আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জিডিতে বলা হয়েছে, ‘রোববার বিকেল ৫টা ১৫ মিনিটে উপাচার্য কাজী আজিজুল মাওলার অফিস কক্ষে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম প্রবেশ করেন। এ সময় তারা উপাচার্যের সঙ্গে অকথ্য ভাষায় দুর্ব্যবহার করে জীবননাশের হুমকি দেন।
প্রভাষক রেজাউল করিম উপাচার্যের টেবিলে রাখা সিরামিকের মগ সজোরে তার দিকে ছুড়ে মারলে সেটা হাতে এসে আঘাত করে। তারা উপাচার্যকে দায়িত্ব থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করার হুমকি দিয়ে বলে অতি দ্রুত ক্যাম্পাস ছেড়ে না গেলে এখান থেকে উপাচার্যের লাশ বের হবে।
এর আগে গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাস্টিজ বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও মালনী ছড়া চা বাগানের ব্যবস্থাপক আজম আলী উপাচার্য কার্যালয়ে এসে অসৌজন্যমূলক ভাষায় চাপ প্রয়োগ করেন। তখন উপাচার্য রাষ্ট্রপতির নির্দেশনা ছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি নিতে অপারগতা প্রকাশ করলে তাকে চলে যেতে বাধ্য করার হুমকি দেন এবং ট্রেজারার বনমালী ভৌমিক ভারপ্রাপ্ত উপাচার্য করে বিশ্ববিদ্যালয় চালানোর কথা বলে কক্ষ ত্যাগ করেন।
আগেও দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিমসহ আরও কিছু কর্মকর্তা ও শিক্ষক তাকে একইভাবে হুমকি দিয়ে উপাচার্যের পদ স্বেচ্ছায় ত্যাগ করতে চাপ প্রয়োগ করেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক কাজী আজিজুল মাওলা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার্যালয়ে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে এসেছিল ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম। বিষয়টি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে জানিয়েছি। তারপর থানায় জিডি করেছি; বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্ট হাউসে অবস্থান করছি। পুলিশ আমাকে নিরাপত্তা দিচ্ছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আইনের ছাত্র। সঙ্গে যিনি ছিলেন তিনিও অ্যাডভোকেট। আমরা বেআইনি কাজ কেমনে করব? বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চাকরিচ্যুত শিক্ষক রাজন দাসকে ফিরিয়ে আনার জন্য গত ১৬ জানুয়ারি ওই বিভাগের কিছু শিক্ষার্থী উপাচার্যকে হুমকি দিয়ে যায়। আমরা সে বিষয়ে করণীয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলাপ করতে গেলে তিনি আমাদের লাঞ্ছিত করে বের করে দেন।’
সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলাকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
নগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জিডিটি আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জিডিতে বলা হয়েছে, ‘রোববার বিকেল ৫টা ১৫ মিনিটে উপাচার্য কাজী আজিজুল মাওলার অফিস কক্ষে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম প্রবেশ করেন। এ সময় তারা উপাচার্যের সঙ্গে অকথ্য ভাষায় দুর্ব্যবহার করে জীবননাশের হুমকি দেন।
প্রভাষক রেজাউল করিম উপাচার্যের টেবিলে রাখা সিরামিকের মগ সজোরে তার দিকে ছুড়ে মারলে সেটা হাতে এসে আঘাত করে। তারা উপাচার্যকে দায়িত্ব থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করার হুমকি দিয়ে বলে অতি দ্রুত ক্যাম্পাস ছেড়ে না গেলে এখান থেকে উপাচার্যের লাশ বের হবে।
এর আগে গত ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাস্টিজ বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও মালনী ছড়া চা বাগানের ব্যবস্থাপক আজম আলী উপাচার্য কার্যালয়ে এসে অসৌজন্যমূলক ভাষায় চাপ প্রয়োগ করেন। তখন উপাচার্য রাষ্ট্রপতির নির্দেশনা ছাড়া দায়িত্ব থেকে অব্যাহতি নিতে অপারগতা প্রকাশ করলে তাকে চলে যেতে বাধ্য করার হুমকি দেন এবং ট্রেজারার বনমালী ভৌমিক ভারপ্রাপ্ত উপাচার্য করে বিশ্ববিদ্যালয় চালানোর কথা বলে কক্ষ ত্যাগ করেন।
আগেও দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিমসহ আরও কিছু কর্মকর্তা ও শিক্ষক তাকে একইভাবে হুমকি দিয়ে উপাচার্যের পদ স্বেচ্ছায় ত্যাগ করতে চাপ প্রয়োগ করেন।’
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক কাজী আজিজুল মাওলা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কার্যালয়ে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে এসেছিল ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম। বিষয়টি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে জানিয়েছি। তারপর থানায় জিডি করেছি; বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্ট হাউসে অবস্থান করছি। পুলিশ আমাকে নিরাপত্তা দিচ্ছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আইনের ছাত্র। সঙ্গে যিনি ছিলেন তিনিও অ্যাডভোকেট। আমরা বেআইনি কাজ কেমনে করব? বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চাকরিচ্যুত শিক্ষক রাজন দাসকে ফিরিয়ে আনার জন্য গত ১৬ জানুয়ারি ওই বিভাগের কিছু শিক্ষার্থী উপাচার্যকে হুমকি দিয়ে যায়। আমরা সে বিষয়ে করণীয় নিয়ে উপাচার্যের সঙ্গে আলাপ করতে গেলে তিনি আমাদের লাঞ্ছিত করে বের করে দেন।’
চার বছর আগে শেষ হয়েছে সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ। এ সময়ের মধ্যে সেতুটির কাজ হয়েছে ৯৫ শতাংশ। তবে নেই কোনো সংযোগ সড়ক। ফলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া নদীর ওপর ৬ কোটি টাকা প্রকল্পের এ সেতুটি পড়ে রয়েছে অকেজো অবস্থায়।
২৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচন বানচাল করতে অশুভ শক্তি নানা ষড়যন্ত্র বা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল এবং বৈষম্য
১ ঘণ্টা আগেডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী বি এম ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকি দেন আলী হুসেন নামের এক শিক্ষার্থী। এবার সেই আলী হুসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ সোমবার রাতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন
২ ঘণ্টা আগেবগুড়ার সারিয়াকান্দিতে শাহীনুর বেগম (৪৭) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীনুর ওই গ্রামের আমিরুল ইসলাম ভেলুর স্ত্রী। তবে কয়েক বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এক ছেলে বিদেশ থাকেন।
২ ঘণ্টা আগে