Ajker Patrika

বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে প্রাণ গেল মালেকের

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে প্রাণ গেল মালেকের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া তাজুল ইসলাম (২৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত তাজুল ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত কাল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে কাজ শেষে মোটরসাইকেলে মালেক মিয়া ও তাজুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল (নিজগাঁও) ক্লিনিকের সামনে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত তাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়। 

নিহত আব্দুল মালেক উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ির কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। 

রাজনগর থানার এসআই পরিতোষ পাল আজকের পত্রিকাকে বলেন, `মৃতের মাথায়, বুকে, গালে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। বর্তমানে মরদেহ এবং মোটরসাইকেল থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত