Ajker Patrika

শুকিয়ে যাওয়ার হুমকিতে জৈন্তাপুর শাপলার বিল

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ২৩: ১৮
শুকিয়ে যাওয়ার হুমকিতে জৈন্তাপুর শাপলার বিল

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুর লাল শাপলার বিলে চলছে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন। আবার বিল থেকে নালা কেটে পানি নেওয়া হচ্ছে আবাদি জমিতে। ফলে শুষ্ক মৌসুমে বিলটি শুকনো চরায় পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে। 

সম্প্রতি শাপলা বিল ঘুরে দেখা যায়, রাস্তা ও ব্রিজ নির্মাণের জন্য দুই মাস আগে নালা করে পানি বের করে দেওয়া হয়েছে। ফলে শাপলার প্রজনন মৌসুমে এসে বিলটিতে পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কখনো বিলে এত কম পানি দেখা যায়নি। পানি বেশি কমে যাওয়ায় বিলে ছেড়ে দেওয়া হচ্ছে মহিষ। এতে লাল শাপলার খুদে চারাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে জৈন্তাপুর লাল শাপলার বিলস্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের অবহেলার কারণেই বিলটি ধ্বংস হতে চলেছে। লাল শাপলার প্রজনন মৌসুমে নালা করে পানি বের করে দেওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। এর আগে কোনোদিন বিলে পানিসংকট হয়নি। মূলত বিলের জমি দখলে নেওয়ার জন্যই এমনটি করা হচ্ছে। নির্বিচারে কারেন্ট জাল দিয়ে বিলের মাছ নিধনও চলছে। এখনই নালা বন্ধ করে বিলে পানি ধরে রাখার ব্যবস্থা করা এবং মাছ নিধন বন্ধের দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, বাঁধগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। তবে ওই সব অনিয়ম সম্পর্কে আমার কিছু জানা নেই। বিষয়গুলো সম্পর্কে আমাকে কেউ জানায়ওনি। মাত্র আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত