Ajker Patrika

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৮: ৩০
ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনায় ছাদ মিয়া চৌধুরী (৫৫) নামের এক শ্রমিক মারা গেছেন জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফ্যাক্টরির কাটাবিল এলাকায় নতুন প্রকল্পের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। 

ফ্যাক্টরির শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আধুনিকায়ন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের নানজিং সি-হোপ কোম্পানির হয়ে কাজ করতেন ছাদ মিয়া। গতকাল বিকেলে ফ্যাক্টরির কাটাবিল এলাকায় নতুন প্রকল্পে কাজ করার সময় ভারী একটি বক্স তাঁর ওপরে পড়ে। তখন মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় ছাদ মিয়ার গায়ে কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না। 

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন তিনি। 

ছাদ মিয়া চৌধুরী পৌরসভার পূর্ব নোয়ারাই এলাকার মৃত আছাব মিয়া চৌধুরীর পুত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক পৌরসভার কাউন্সিলর লিয়াকত আলী এবং ছাদ মিয়া চৌধুরীর বড় ভাই বিজিবির অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার মেহেদী চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত