Ajker Patrika

নবীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১, আহত ৬ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১, আহত ৬ 

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার চাপায় হেলাল মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের নিজ বাড়ি থেকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর যাচ্ছিলেন হেলাল মিয়া। পথে বড়চর পয়েন্ট ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারের পেছনে থাকা গরু বোঝাই একটি পিকআপ ভ্যান হেলালকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে মারাত্মকভাবে ধাক্কা লাগে। এ ঘটনায় হেলাল মিয়া ও পিকআপ ভ্যানের চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে হেলালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত