Ajker Patrika

‘যাদুকাটার সেতুই হবে হাওরাঞ্চলের পদ্মাসেতু’

প্রতিনিধি, তাহিরপুর
আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৯: ২৬
‘যাদুকাটার সেতুই হবে হাওরাঞ্চলের পদ্মাসেতু’

‘সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর উপর নির্মিত ৭৫০ মিটার সেতুটি হবে আমাদের হাওরাঞ্চলের পদ্মাসেতু। এই সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে হাওরাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হবে। আশা করছি খুব শীঘ্রই সেতুটির নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হবে।’

সুনামগঞ্জ -১ আসনের ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আজ এসব বলেন। শহীদ সিরাজ লেকে কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মঙ্গলবার (৩০ মার্চ) বেলা ২টায় উপজেলার ট্যাকেরঘাট শহীদ সিরাজ লেকে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তাহিরপুর সীমান্ত এলাকার ট্যাকেরঘাটে ২০ শয্যা বিশিষ্ট বঙ্গবন্ধু শ্রমিক জনতা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজও শীঘ্রই শুরু করার আশ্বাস দেন তিনি। এখানে সীমান্তের সকল শ্রমিক জনতা স্বাস্থ্য সেবা পাবে বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মো: আলখাছ উদ্দিন খন্দকার। গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ৮৫ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সেতুটির কাজ করছে তমা কনস্ট্রাকশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত