Ajker Patrika

গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, দেশে দাফন সম্পন্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, দেশে দাফন সম্পন্ন

গ্রীস থেকে ইতালি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কওছর উদ্দিনের (৩৫) মরদেহ দেশে এসেছে। নিহত যুবক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা। গত ২১ জুলাই গ্রীসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। 

আজ শনিবার সকালে তাঁর নিজ বাড়িতে মরদেহ এসে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা। পরে দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের রমজান উল্যাহ ও সায়েদুন নেছা দম্পতির বড় ছেলে কওছর উদ্দিন ২০১৯ সালে বাংলাদেশ থেকে গ্রীসে যান। সেখান থেকে দালালদের সহযোগিতায় ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে গত ২১ জুলাই গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। 

নিহত কওছর উদ্দিনের ভাই সোহেল মিয়া জানান, আট ভাই এক বোনের মধ্যে কওছর সবার বড় ছিলেন। তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। উন্নত জীবনযাপন ও পরিবারের সচ্ছলতা আনতে গ্রীস থেকে দালালদের মাধ্যমে গাড়ি যোগে ইতালির উদ্দেশ্যে রওনা হন। পথে গ্রীসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমেদ জানান, মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হিসেবে পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে প্রবাসে পাড়ি দেন কওছর। ইতালি যাওয়ার জন্য রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে যায় তার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত