নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের কারণে গত ১৬ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বাভাবিক শিক্ষা-কার্যক্রমে স্থবিরতা ছিল। স্থবিরতা কাটিয়ে আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক শিক্ষা-কার্যক্রমে ফিরেছে বিশ্ববিদ্যালয়টি।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাস নেওয়া হয়। গতকাল সবগুলো হল খুলে দেওয়া হয়। যদিও হল বন্ধের নির্দেশ না মেনেই হলে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীদের ১৬৩ ঘণ্টা অনশনের পর গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সরকারের কাছ থেকে আশ্বস্ত হয়ে ক্যাম্পাসে আসেন। তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙান। সেসময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘দাবি আদায় করা হবে মর্মে সরকারের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে।’
এরপর সাংস্কৃতিক কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। পরে সংকট নিরসনে সিলেট যান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষার্থী ও উপাচার্যের সঙ্গে সভা করেন তিনি। পরের দিন উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন। ওই দিন বিকেলেই আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলন থেমে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা-কার্যক্রমে যুক্ত হচ্ছেন উপাচার্য নিজেও। গতকাল সোমবার ইউজিসি আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে উচ্চশিক্ষায় ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক উপ-কমিটির এক সভায়ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ফরিদ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের কারণে গত ১৬ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বাভাবিক শিক্ষা-কার্যক্রমে স্থবিরতা ছিল। স্থবিরতা কাটিয়ে আজ মঙ্গলবার থেকে স্বাভাবিক শিক্ষা-কার্যক্রমে ফিরেছে বিশ্ববিদ্যালয়টি।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাস নেওয়া হয়। গতকাল সবগুলো হল খুলে দেওয়া হয়। যদিও হল বন্ধের নির্দেশ না মেনেই হলে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীদের ১৬৩ ঘণ্টা অনশনের পর গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সরকারের কাছ থেকে আশ্বস্ত হয়ে ক্যাম্পাসে আসেন। তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙান। সেসময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘দাবি আদায় করা হবে মর্মে সরকারের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে।’
এরপর সাংস্কৃতিক কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। পরে সংকট নিরসনে সিলেট যান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষার্থী ও উপাচার্যের সঙ্গে সভা করেন তিনি। পরের দিন উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন। ওই দিন বিকেলেই আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলন থেমে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা-কার্যক্রমে যুক্ত হচ্ছেন উপাচার্য নিজেও। গতকাল সোমবার ইউজিসি আয়োজিত ভার্চুয়াল প্ল্যাটফর্মে উচ্চশিক্ষায় ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক উপ-কমিটির এক সভায়ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ফরিদ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে