Ajker Patrika

খেলা শেষে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
খেলা শেষে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু

ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো, হবিগঞ্জ পৌরসভার যশোরআব্দা এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৭) ও একই এলাকার খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৫)। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বিকেলে একদল কিশোর শহরের যশোরআব্দা এলাকায় খোয়াই নদীর চড়ে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করদে নামে। এ সময় দুই কিশোর নদীর গভীরে চলে যায়। সাঁতার না জানার কারণে তারা আর উঠতে পারেনি। তাঁদের সহপাঠীরা পরিবারের লোকদের খবর দিলে পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাঁদের নিথর দেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত