Ajker Patrika

জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে খুন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে জখম হওয়ার পর আব্দুল খালিক (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার উস্তিংগের গাও গ্রামের ময়না মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগেরগাও গ্রামে জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে এখনো পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

জানা গেছে, ২ শতাংশ জমি নিয়ে উস্তিংগেরগাও গ্রামের বাসিন্দা ময়না মিয়া ও তাঁর শ্যালক আব্দুর নুরের মধ্যে বিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে আব্দুল খালিকের বসতঘরে এ নিয়ে পারিবারিকভাবে জমি নিয়ে দুই পক্ষ নিয়ে আলোচনায় বসে। আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আব্দুর নুরের ছেলে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে ময়না মিয়ার ছেলে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০), আলী হোসেনসহ (২৬) মোট ৫ জন। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও দা জব্দ করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত