Ajker Patrika

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালা দেন। যদিও অধ্যক্ষ ছুটিতে থাকায় অফিসে কেউ উপস্থিত ছিলেন না। 

শিক্ষার্থীদের অভিযোগ, যোগদানের পর থেকেই অধ্যক্ষ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। 

শিক্ষার্থীরা বিকেল ৫টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থগিত রাখবে। 

এ বিষয়ে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে তাদের দাবির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। এর আগে গত শনিবার, আট দফা দাবি আদায়ের জন্যও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আজ মঙ্গলবার সেই আল্টিমেটাম শেষ হওয়ায় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন। 

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালা দেন। ছবি: আজকের পত্রিকাশেখ হাসিনা মেডিকেল কলেজ ২০১৫ সালে অনুমোদন পায়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তি হয়ে এর কার্যক্রম শুরু হয়। তবে এখনো শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষালাভ করছেন, যা জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত