নিজস্ব প্রতিবেদক, সিলেট
দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় চার কোটি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্যে মানুষ আজ অতিষ্ঠ। দুবেলা পেট ভরে খেতে পারে না। দেশের শতকরা ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছেন।’
নজরুল বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না। যার প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ায় শতকরা ১৫ ভাগ ভোটও পড়েনি। আওয়ামী লীগের কথার সঙ্গে কাজের মিল নেই।’
আজ শনিবার বেলা তিনটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আজকের ক্ষমতাসীন দল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে, এটা কোন ধরনের সংস্কৃতি? বিএনপির প্রতিটি কর্মসূচির আগে আমাদের (বিএনপির) নেতা-কর্মীদের মারপিট করা হয়, মামলা দেওয়া হয়।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে, কিন্তু বৈষম্য রয়ে গিয়েছে। এখন ব্যাংকে নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে। আওয়ামী লীগের (দলটির নেতা-কর্মীদের) খাটের তলে, বাড়িতে-বাড়িতে টাকা পাওয়া যায়।’
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় পদযাত্রা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সালেহ আহমদ খছরু। সদস্যদের মধ্যে নেহার রঞ্জন দে, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, হুমাইয়ুন আহমদ মাসুক, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, আফজল উদ্দিন, মতিউল বারী চৌধুরী খোরশেদ, আবুল কালাম প্রমুখ।
দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় চার কোটি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্যে মানুষ আজ অতিষ্ঠ। দুবেলা পেট ভরে খেতে পারে না। দেশের শতকরা ৫৩ ভাগ মানুষ খাবার কমিয়ে দিয়েছেন।’
নজরুল বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না। যার প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ায় শতকরা ১৫ ভাগ ভোটও পড়েনি। আওয়ামী লীগের কথার সঙ্গে কাজের মিল নেই।’
আজ শনিবার বেলা তিনটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আজকের ক্ষমতাসীন দল পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে, এটা কোন ধরনের সংস্কৃতি? বিএনপির প্রতিটি কর্মসূচির আগে আমাদের (বিএনপির) নেতা-কর্মীদের মারপিট করা হয়, মামলা দেওয়া হয়।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে, কিন্তু বৈষম্য রয়ে গিয়েছে। এখন ব্যাংকে নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে। আওয়ামী লীগের (দলটির নেতা-কর্মীদের) খাটের তলে, বাড়িতে-বাড়িতে টাকা পাওয়া যায়।’
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় পদযাত্রা কর্মসূচির সূচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সালেহ আহমদ খছরু। সদস্যদের মধ্যে নেহার রঞ্জন দে, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, হুমাইয়ুন আহমদ মাসুক, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, আফজল উদ্দিন, মতিউল বারী চৌধুরী খোরশেদ, আবুল কালাম প্রমুখ।
রনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
২ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৫ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৮ মিনিট আগে