Ajker Patrika

নবীগঞ্জে ব্যাংকের ওয়াশরুম থেকে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে ব্যাংকের ওয়াশরুম থেকে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে বিপন্ন প্রাণী হিসেবে আইইউসিএনের তালিকাভুক্ত প্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সদরের প্রাইম ব্যাংকের শাখা অফিসের ওয়াশ রুম থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকালে প্রাইম ব্যাংকের নবীগঞ্জ শাখার ওয়াশ রুমে গন্ধগোকুল দেখতে পান ব্যাংকের নিরাপত্তা কর্মীরা। এরপর এটিকে আটক করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস সহকারী টিপলু দেব, অনু রঞ্জন অধিকারী গন্ধগোকুল উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার চৌধুরী মোহাম্মদ জাফর ইকবাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার প্রমুখ। 

এ প্রসঙ্গে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ‘গন্ধগোকুল বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী। আইইউসিএন এই প্রাণীটিকে বিপন্ন ঘোষণা করেছে। গন্ধগোকুলটির পায়ে আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে এটিকে অবমুক্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত