Ajker Patrika

চুনারুঘাটে ১০ দিনে ৬ লাশ উদ্ধারে চাঞ্চল্য

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে ১০ দিনে ৬ লাশ উদ্ধারে চাঞ্চল্য

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ দিনে চার স্থানে ছয়জনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহস্যজনক লাশ উদ্ধার হয়েছে দুজনের। এসব ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১৮ মার্চ চুনারুঘাট পৌরসভার বাগবাড়ি এলাকার সোনাহর আলীর দ্বিতীয় স্ত্রী রিপা আক্তারের (২২) রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় রিপার বাবা তাঁর স্বামী ও সতিনকে আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রথম স্ত্রী সাদেকা খাতুনসহ স্বামী সোনাহরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

২৩ মার্চ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুল হক আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়। এই ঘটনায় বেঁচে যাওয়া তাঁর তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিতের মধ্যে পড়েছে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া ২৪ মার্চ উপজেলার রানীগাও ইউনিয়নের পারকুল গ্রামের চান্দ আলী মিয়ার ছেলে আরজু মিয়ার (৩৫) লাশ স্থানীয় রাবার বাগান থেকে উদ্ধার করে চুনারুঘাট থানা-পুলিশ। এই ঘটনার পেছনের কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

এদিকে ২৭ মার্চ চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া এলাকায় কবির মিয়ার ছেলে স্বপন মিয়াকে (১০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে স্বপন।

স্বপনের মৃত্যুর ঘটনায় তার নানা মো. নুর আলী বাদী হয়ে এক কিশোরকে আসামি করে মামলা দায়ের করেন। ওই কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনার পর হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থলগুলো পরিদর্শন করে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।

১৮ মার্চ থেকে ৩ এপ্রিল ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরজু মিয়া ও রিপা আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য এখনো উদ্‌ঘাটন হয়নি।

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বলেন, উপজেলার গাদিশাইল গ্রামে স্ত্রী ও এক সন্তানকে হত্যার পর সুর্জুলের আত্মহত্যার ঘটনায় জেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এ ছাড়া চুনারুঘাট পৌর শহরের পাকুড়িয়া স্বপনকে গলাকেটে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘এসব লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত