Ajker Patrika

ওঁরাও সম্প্রদায়ের ভূমি দখল ও হামলার প্রতিবাদে সমাবেশ

সিলেট প্রতিনিধি
ওঁরাও সম্প্রদায়ের ভূমি দখল ও হামলার প্রতিবাদে সমাবেশ

সিলেট নগরীর বালুচরের ভূমি সন্ত্রাসীদের দ্বারা ওঁরাও সম্প্রদায়ের জায়গা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওঁরাও জনগোষ্ঠী ভূমি রক্ষা কমিটি সিলেটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অপরাপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মত সিলেটের ওঁরাও সম্প্রদায়ও একটি নিরীহ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। সিলেট মহানগরীর বালুচর এলাকায় তাদের আদি নিবাস। প্রকৃতির সন্তান এই নিরীহ নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও নৃ-তাত্ত্বিক বৈশিষ্ট্যকে ধারণ করে শত শত বছর যাবৎ ওই এলাকায় বসবাসরত আছে। গত শতাব্দীর আশির দশক থেকে ওই এলাকায় বসবাসরত চিহ্নিত একটি ভূমিদস্যু ও দুর্বৃত্তচক্র ওঁরাও সম্প্রদায়ের সমূহ সহায়-সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে নানাবিধ কুকর্মের অপতৎপরতায় লিপ্ত হয়। ইতিমধ্যে বিপুলসংখ্যক ওঁরাও সম্প্রদায়ের পরিবার-পরিজন ও তাদের সহায় সম্পত্তি ও বসতভিটা থেকে অন্যায় ও নৃশংসতার মাধ্যমে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়েছে। 

এ সমাবেশে সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলীর পরিচালনায় বক্তব্য দেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মো. আরিফ মিয়া, গণফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এনডিএফ নেতা সুরঞ্জিত সরকার, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা হিমাংশু মিত্র, ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন ওঁরাও, শিপ্রা ওঁরাও প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত