আব্দুর রব, মৌলভীবাজার
মাত্র এক দশক আগেও ডাকঘরের পোস্টম্যানরা ছিলেন জীবন যাপন ও নিত্যদিনের অপরিহার্য অংশ। বর্তমান তথ্য প্রযুক্তির নিত্যনতুন বিভিন্ন আবিষ্কার ও মাধ্যমের কারণে এক প্রকার অলস সময় কাটাচ্ছেন পোস্ট অফিসের পোস্টম্যানরা।
ডাকঘরের ডাকবাক্সে পরিবারের যে কোনো চিঠিপত্র ফেলে আসতে ঘরের অপেক্ষাকৃত কিশোর সদস্যদের মধ্যে কাড়াকাড়ি যেমন শুরু হতো। তেমনি প্রতীক্ষায় থাকতে হতো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের চিঠিপত্র কিংবা মানিঅর্ডার নিয়ে কখন আসবেন পোস্টম্যান।
ইমেইল আর মোবাইল ব্যাংকিংয়ের যুগে হারিয়ে যাচ্ছে পোস্টম্যানদের গুরুত্ব।
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের বড়কাপন সাব পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, যান্ত্রিক জীবনে অলস দুপুরে আজও অপেক্ষায় থাকেন বিষ্ণু বাবু। কখন আসবে চিঠি, পৌঁছে দিতে হবে প্রাপকের ঠিকানায়।
পোস্টম্যান বিষ্ণুপদ দেবের চাকরি জীবন ২৫ বৎসর পেরিয়েছে। এখন অফিসে এসে কাজের কোনো চাপ না থাকায়, অলস সময় কাটাতে কখনো কখনো বিরক্তি লাগে বলে তিনি জানান।
তিনি বলেন, 'মাঝে মধ্য সরকারি ডকুমেন্ট আসে, তবে সরকারি নিয়োগ পত্রের সংখ্যাই বেশি। এখন আর চিঠির থলে নিয়ে প্রাপকদের বাড়ি বাড়ি যেতে হয় না। তারা নিজেরাই খোঁজে আসেন এই ডাকঘরে।'
বড়কাপন এলাকা স্থায়ী বাসিন্দা ষাটোর্ধ্ব রকিব চৌধুরী বলেন, ভাই- ভাতিজাসহ পরিবারের অনেকেই বিদেশ থাকে। ১২-১৫ বৎসর পূর্বেও তাদের চিঠির খোঁজে, মানিঅর্ডার নিতে ডাকঘরে আসতাম। এখন মোবাইলেই সব হয়। একই কথা বলেন এলাকার প্রবীণ সদস্য লেচু মিয়া-তিনি বলেন আগে সবকিছু আসতে দেরি হতো এখন দ্রুত চলে আসে। তবে দেরি হলেও আগের চিঠি- ডাকঘরে একটা অন্যরকম প্রাণ ছিল।
এলাকার কলেজ পড়ুয়া মাফিক আহমদ জানান, বাবা চাচাদের কাছে শুনেছি আগে পোস্টম্যানরা আত্মীয়-স্বজনের চিঠি বাড়িতে পৌঁছে দিতেন। এখন ইমেইল আর মোবাইল ব্যাংকিং এর যুগে হারিয়ে যাচ্ছেন পোস্টম্যানরা।
বড়কাপন সাব-পোস্ট অফিসে সাব পোস্ট মাস্টার ফজলুর রহমান জানান, পরিবর্তিত সময়ে এখন ডাকঘর এর কদর অনেক কমে গেছে।যার ফলে আমাদের ব্যস্ততা অনেক কম।
মৌলভীবাজার প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) তন্ময় দে চৌধুরী জানান- মৌলভীবাজার জেলায় মোট ১৩৩ টি পোস্ট অফিস রয়েছে। তিনি জানান আগের মতো দেশের বাইরে থেকে চিঠিপত্র না আসলেও দেশের ভেতর বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসে এবং টাকা পয়সার লেনদেন হয়। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ক্ষেত্রে পোস্ট অফিসের বিকল্প নেই।
মাত্র এক দশক আগেও ডাকঘরের পোস্টম্যানরা ছিলেন জীবন যাপন ও নিত্যদিনের অপরিহার্য অংশ। বর্তমান তথ্য প্রযুক্তির নিত্যনতুন বিভিন্ন আবিষ্কার ও মাধ্যমের কারণে এক প্রকার অলস সময় কাটাচ্ছেন পোস্ট অফিসের পোস্টম্যানরা।
ডাকঘরের ডাকবাক্সে পরিবারের যে কোনো চিঠিপত্র ফেলে আসতে ঘরের অপেক্ষাকৃত কিশোর সদস্যদের মধ্যে কাড়াকাড়ি যেমন শুরু হতো। তেমনি প্রতীক্ষায় থাকতে হতো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের চিঠিপত্র কিংবা মানিঅর্ডার নিয়ে কখন আসবেন পোস্টম্যান।
ইমেইল আর মোবাইল ব্যাংকিংয়ের যুগে হারিয়ে যাচ্ছে পোস্টম্যানদের গুরুত্ব।
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের বড়কাপন সাব পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, যান্ত্রিক জীবনে অলস দুপুরে আজও অপেক্ষায় থাকেন বিষ্ণু বাবু। কখন আসবে চিঠি, পৌঁছে দিতে হবে প্রাপকের ঠিকানায়।
পোস্টম্যান বিষ্ণুপদ দেবের চাকরি জীবন ২৫ বৎসর পেরিয়েছে। এখন অফিসে এসে কাজের কোনো চাপ না থাকায়, অলস সময় কাটাতে কখনো কখনো বিরক্তি লাগে বলে তিনি জানান।
তিনি বলেন, 'মাঝে মধ্য সরকারি ডকুমেন্ট আসে, তবে সরকারি নিয়োগ পত্রের সংখ্যাই বেশি। এখন আর চিঠির থলে নিয়ে প্রাপকদের বাড়ি বাড়ি যেতে হয় না। তারা নিজেরাই খোঁজে আসেন এই ডাকঘরে।'
বড়কাপন এলাকা স্থায়ী বাসিন্দা ষাটোর্ধ্ব রকিব চৌধুরী বলেন, ভাই- ভাতিজাসহ পরিবারের অনেকেই বিদেশ থাকে। ১২-১৫ বৎসর পূর্বেও তাদের চিঠির খোঁজে, মানিঅর্ডার নিতে ডাকঘরে আসতাম। এখন মোবাইলেই সব হয়। একই কথা বলেন এলাকার প্রবীণ সদস্য লেচু মিয়া-তিনি বলেন আগে সবকিছু আসতে দেরি হতো এখন দ্রুত চলে আসে। তবে দেরি হলেও আগের চিঠি- ডাকঘরে একটা অন্যরকম প্রাণ ছিল।
এলাকার কলেজ পড়ুয়া মাফিক আহমদ জানান, বাবা চাচাদের কাছে শুনেছি আগে পোস্টম্যানরা আত্মীয়-স্বজনের চিঠি বাড়িতে পৌঁছে দিতেন। এখন ইমেইল আর মোবাইল ব্যাংকিং এর যুগে হারিয়ে যাচ্ছেন পোস্টম্যানরা।
বড়কাপন সাব-পোস্ট অফিসে সাব পোস্ট মাস্টার ফজলুর রহমান জানান, পরিবর্তিত সময়ে এখন ডাকঘর এর কদর অনেক কমে গেছে।যার ফলে আমাদের ব্যস্ততা অনেক কম।
মৌলভীবাজার প্রধান ডাকঘর এর সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব) তন্ময় দে চৌধুরী জানান- মৌলভীবাজার জেলায় মোট ১৩৩ টি পোস্ট অফিস রয়েছে। তিনি জানান আগের মতো দেশের বাইরে থেকে চিঠিপত্র না আসলেও দেশের ভেতর বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আসে এবং টাকা পয়সার লেনদেন হয়। গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ক্ষেত্রে পোস্ট অফিসের বিকল্প নেই।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে