Ajker Patrika

মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফখরুল মিয়া আপার কাগাবলা ইউনিয়নের আগিহউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে। 

হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ফখরুল মিয়া খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত ফখরুল মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত