Ajker Patrika

শ্রমিকদের কর্মসূচিতে বাস-প্রাইভেট কার ভাঙচুর

সিলেট প্রতিনিধি
গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত
গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে করা গণ-অনশন ও অবস্থান কর্মসূচি থেকে পর্যটকবাহী প্রাইভেট কার, বাসসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টুকেরবাজারে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশাসহ পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তবে পুলিশ দুটি গাড়ি ভাঙচুরের তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের দক্ষিণ ঢালারপাড় গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও শান্ত।

জানা গেছে, আজ দ্বিতীয় দিনের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালু-পাথরশ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে সিলেট জেলা পাথর-সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি, গণ-অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। পাঁচ ঘণ্টার কর্মসূচি পালনের পর আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টুকেরবাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আসেন। সেখানে লাঠিসোঁটা, বাঁশসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে একটি বাস, দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় আন্দোলনকারীরা টুকেরবাজারের সড়কে দেড় ঘণ্টা অবস্থান নেন। পরে কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন কর্মকার আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সড়ক অবরোধ করে একটি বাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসি এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত