Ajker Patrika

মাজারের বটগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪: ৫০
মাজারের বটগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে মাজারের বটগাছ থেকে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের গরম শাহর মাজারের একটি বটগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

বাবুল সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইকধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে। মরদেহের পকেট থেকে আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, তিনি এখানে কেন এলেন, কীভাবে গাছের ডালে ঝুলে মারা গেলেন, তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা হবে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত