Ajker Patrika

ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৫
ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

মাত্র ১১ দিনের ব্যবধানে সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ১৮ মিনিট ৩১ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন। 

শাহ সজিব হোসাইন জানান, রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ছিল এটি। এর উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের কাছাড় এলাকায়। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভারতের আসামের কাছাড়ে। 

ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। 

ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা উজ্জ্বল চক্রবর্তী।

বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ‘আজ বিকেল ৪টা ১৮ মিনিটে সিলেটে ৪ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২৬৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভারতের আসামের কাছাড়ে।' 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। 

এর আগে, গত ২৯ আগস্ট বেলা ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত