সিলেট প্রতিনিধি
ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে সিলেটে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জুবেল আহমদ স্বপন নামে এক ব্যক্তি। তিনি ওই হামলায় আহত বলে এজাহারে দাবি করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ / ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী বেলাল আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।’
গত ৪ আগস্ট নগরীর সোবহানীঘাট এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলা-গুলিবর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
মামলার আসামিরা হলেন-সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খান, মহানগর পুলিশের ডিবির উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী।
আরও হলেন–সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গীর আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু প্রমুখ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র–জনতার আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে বোমা বর্ষণ ও গুলি ছুড়ে। এতে তিনিসহ অনেককে আহত হয়েছেন।
ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে সিলেটে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জুবেল আহমদ স্বপন নামে এক ব্যক্তি। তিনি ওই হামলায় আহত বলে এজাহারে দাবি করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ / ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী বেলাল আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।’
গত ৪ আগস্ট নগরীর সোবহানীঘাট এলাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলা-গুলিবর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
মামলার আসামিরা হলেন-সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খান, মহানগর পুলিশের ডিবির উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি প্রধান শাহরিয়ার আল মামুন, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, এসআই মিল্টন রায় চৌধুরী, এসআই কল্লোল গোস্বামী।
আরও হলেন–সিটি কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, জাহাঙ্গীর আলম, এসএম শওকত আমিন তৌহিদ ও রুহেল আহমদ, সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ও হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রজতকান্তি গুপ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু প্রমুখ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ছাত্র–জনতার আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নগরীতে মিছিল বের করে। মিছিলটি সোবাহানীঘাট এলাকায় এলে অভিযুক্তরা হামলা চালিয়ে বোমা বর্ষণ ও গুলি ছুড়ে। এতে তিনিসহ অনেককে আহত হয়েছেন।
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনজীবী সাগরিকা ইসলাম জানান, গতকাল বুধবার এস এম মোরশেদের পক্ষে এই রিট করা হয়। আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
৫ মিনিট আগেলালমনিরহাটের দুই উপজেলার ওপর দিয়ে আকস্মিক শক্তিশালী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সড়কের বড় বড় গাছ উপড়ে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
৭ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল ইসলাম (৪০) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) বিকেলে তাঁকে আটক করে ডিবি পুলিশ। জানা গেছে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন উপজেলার একটি দুগ্ধ খামারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
১২ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি হওয়া চার মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ মিনিট আগে