Ajker Patrika

নবীগঞ্জে ১৫ ঘর পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৩, ১৫: ৫১
নবীগঞ্জে ১৫ ঘর পুড়ে ৬০ লাখ টাকার ক্ষতি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আগুনে ১৫টি ঘর পুড়ে গেছে। এতে গবাদিপশু, নগদ টাকা, ধানসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে জগৎজোতি দাশ, জগদীশ চন্দ্র দাশ, রণবীর চন্দ্র দাশ, রতন চন্দ্র দাশ, নিগন দাশ, লিটন কুমার দাশ, ইন্দ্রোমনি দাশ, কলাবাত দাশ, সন্তোশ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশের ঘরসহ ১৫টি ঘর পুড়ে গেছে। 

১৫টি বসতঘর, ১০টি গবাদিপশু, ২ হাজার মণ ধানসহ অনেক মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমানের নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ১৫টি পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে তারা। 

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ২ কোটি টাকার মালামাল উদ্ধার করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত