নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১২ মে) রাতে আহত চনু দাশ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও সাত-আট জনকে অজ্ঞাতনামা আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার আনমনু গ্রামের কামাল আহমদের ছেলে মাহমুদুর রহমান এবং কলেজপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে তানভীর মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর আপ্যায়ন সংঘ বিগত এক যুগ ধরে গ্রামে গণেশ পূজার আয়োজন করে আসছে। এবারও চনু দাশের বাড়িতে পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন মুসলিম তরুণ সেখানে যোগ দেন। আচরণগত বিষয়ে আয়োজকদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তরুণদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।
কিছু সময় পর ওই তরুণদের সঙ্গে আরও ১৫–২০ জন দেশীয় অস্ত্রসহ মণ্ডপে হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হন এবং মণ্ডপের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১২ মে) রাতে আহত চনু দাশ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও সাত-আট জনকে অজ্ঞাতনামা আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার আনমনু গ্রামের কামাল আহমদের ছেলে মাহমুদুর রহমান এবং কলেজপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে তানভীর মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর আপ্যায়ন সংঘ বিগত এক যুগ ধরে গ্রামে গণেশ পূজার আয়োজন করে আসছে। এবারও চনু দাশের বাড়িতে পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন মুসলিম তরুণ সেখানে যোগ দেন। আচরণগত বিষয়ে আয়োজকদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তরুণদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।
কিছু সময় পর ওই তরুণদের সঙ্গে আরও ১৫–২০ জন দেশীয় অস্ত্রসহ মণ্ডপে হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হন এবং মণ্ডপের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৪৪ মিনিট আগে