Ajker Patrika

সংবাদ প্রকাশের পর সরানো হলো রাস্তার পাশের সেই বৈদ্যুতিক খুঁটি 

সংবাদ প্রকাশের পর সরানো হলো রাস্তার পাশের সেই বৈদ্যুতিক খুঁটি 

সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর সড়কে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে সড়কের ওপর থাকা সেই বৈদ্যুতিক খুঁটি সরানো হয়েছে। আজ শনিবার দুপুরে সড়কের ওপর থেকে এই বৈদ্যুতিক খুঁটিটি অপসারণ করে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। 

এর আগে ৩১ আগস্ট ‘সড়কে খুঁটি রেখেই ঢালাই’ এই শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নজরে আসে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির।

বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ প্রথমে পাল্টাপাল্টি অভিযোগ করলেও সড়ক থেকে খুঁটি অপসারণ করায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। 

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মীর গোলাম ফারুক আজকের পত্রিকাকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত