Ajker Patrika

ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে পুরো সিলেট

সিলেট প্রতিনিধি
ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে পুরো সিলেট

বিদ্যুতের ট্রান্সফরমার বিপর্যয়ে ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। আজ শনিবার রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

পরে বিদ্যুৎ সরবরাহ কিছু জায়গায় স্বাভাবিক হলেও অনেক জায়গা অন্ধকারে থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা। তবে ধীরে ধীরে সব জায়গায় স্বাভাবিক বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। 

জানা যায়, শনিবার রাত ৮টায় আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি ট্রান্সফরমারের সিগনাল ট্রিপ করায় সিলেটের সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪০ মিনিট অন্ধকারে ছিল পুরো সিলেট। রাস্তাঘাটে মানুষজনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। এ সময় তীব্র গরমে ভোগান্তিতে পড়েন মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। পরে ৮টা ৪০ মিনিটের পর থেকে কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করলে মানুষ প্রাণ ফিরে পায়। 

বিভাগীয় বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি আজকের পত্রিকাকে বলেন, ‘আশুগঞ্জে ২৩০ / ১৩২ কেভি এর ৩০০ এমভির একটি পাওয়ার ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারে পিআরডিতে একটি সিগনাল এসে ট্রান্সফরমারে ট্রিপ করায় সবগুলো লাইন অফ হয়ে পরো সিলেটের সবগুলো লাইন ব্ল্যাকআউট হয়ে যায়। 

এই ট্রান্সফরমারটির মাধ্যমে সিলেটের ৯টি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যার কারণে সিলেটে রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউটের কবলে ছিল। পরে ওই ট্রান্সফরমারটি চালু করার পরে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। এখন ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ আছে এবং ৪০ শতাংশ এলাকায় লোডশেডিং চলছে। ধীরে ধীরে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত