Ajker Patrika

চা-বাগানে শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৯: ১৩
চা-বাগানে শ্রমিক দম্পতির বিষপানে আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা-বাগানে এক চা-শ্রমিক দম্পতি বিষপানে আত্মহত্যা করেন বলে জানা গেছে। তাঁরা হলেন বিপুল সাঁওতাল (২২) ও গীতা মাদ্রাজী (১৬)। আজ শনিবার ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রথমে গীতা মারা যায়, পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বিপুল সাঁওতালের। 

বিপুল সাঁওতাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা-বাগানের লছমি লাইনের হারো সাঁওতালের ছেলে। গীতা মাদ্রাজী একই বাগানের নতুন লাইনের কৃষ্ণ মাদ্রাজীর মেয়ে। 

স্বজন ও স্থানীয়রা বলছেন, বিপুল সাঁওতাল ও গীতা মাদ্রাজীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে গীতা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এক মাস আগে তাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসেন বিপুল। কিন্তু বিষয়টি বিপুলের পরিবার মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায় সময় পরিবারের সঙ্গে ঝগড়া হতো বিপুলের। এরই জেরে অভিমান করে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সবার অজান্তে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরে গীতা মাদ্রাজীর মৃত্যু হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিপুল সাঁওতালও মারা যান। 
  
স্থানীয় ইউপি সদস্য শিবনারায়ণ শীল বলেন, ‘মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল। প্রায় এক মাস ধরে মেয়েটি ছেলের বাড়িতেই অবস্থান করছিল।’  

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার সদর হাসপাতালেই দুজনের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত