Ajker Patrika

২ দিনের আলটিমেটাম দিয়ে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি
২ দিনের আলটিমেটাম দিয়ে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

দুই দিনের আলটিমেটাম দিয়ে চার ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা। এই সময়ের মধ্যে তাঁদের দাবি না পূরণ হলে আবারও মহাসড়কে নামবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। 

আজ রোববার বিকেল ৩টায় শ্রমিক নেতারা তাঁদের অবরোধ প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনুরুদ্ধ বাড়াইক। 

অনুরুদ্ধ বাড়াইক বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। তাই কোনো ধরনের ঝামেলা আমরা পছন্দ করি না। কিন্তু পেটের দায়ে দিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আমরা দুই দিনের জন্য সরকারকে সময় দিয়েছি। এই সময়ের মধ্যে দাবি না মানলে ২৪ আগস্ট আবারও রাস্তায় নামতে বাধ্য হব।’ 

এর আগে বেলা ১১টায় মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুরের চৌমুহনীর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়াসহ লস্করপুর ভ্যালির ২৩টি বাগানের কয়েক হাজার চা-শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করেন। 

এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে অনেকে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। 

মহাসড়ক অবরোধ করায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকাএর আগে শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘বিকেলে শ্রম অধিদপ্তরের সঙ্গে আমরা বৈঠকে বসি। সেখানে আমাদের মজুরি ২৫ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আমাদের সঙ্গে বসবেন জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হয়। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেই, আমি কোনো চুক্তিতে স্বাক্ষর করিনি।’ 

এই শ্রমিক নেতা আরও বলেন, ‘বৈঠক শেষে বেরিয়ে চা-শ্রমিকদের ক্ষোভ আঁচ করতে পারি। তারা ২৫ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যেতে চান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত