Ajker Patrika

গ্রিস যাওয়ার স্বপ্ন পূরণ হল না যুবদল নেতার, দেশে ফিরল নিথর দেহ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
গ্রিস যাওয়ার স্বপ্ন পূরণ হল না যুবদল নেতার, দেশে ফিরল নিথর দেহ

পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপীয় দেশ গ্রিসের পারি জমান জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান (৩২)। কিন্তু তাঁর সেই স্বপ্ন আর সত্যি হলো না। পথেই মারা গেলেন তিনি। 

আজ শুক্রবার দুপুরে তাঁর লাশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে বাদ আছর বাড়িতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। 

পরিবারের লোকজন জানান, পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে হাফিজুর রহমান তৃতীয়। পরিবারের অভাব অনটন দূর করতে গত ১৬ মার্চ ৭ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে গ্রিসের পথে রওনা হন। পরে গত ২০ এপ্রিল কসভো থেকে সড়ক পথে গ্রিস যাওয়ার সময় আলবেনিয়ার বর্ডারে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই যুবদল নেতা। তিনি গোতগাঁও গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। 

হাফিজুরের বড় ভাই আবিদুর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ দেশে আসে। পরে শুক্রবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছায়। বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থান তাঁকে দাফন করা হয়।’ 

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস হাসিম ডালিম বলেন, ‘হাফিজুর রহমান এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সেই সঙ্গে দলের নিবেদিত প্রাণ ছিল। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’ 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গ্রিস যাওয়ার পথে একজনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি দুঃখজনক। সবার উচিত সঠিক নিয়মে বিদেশ যাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত