চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
১০ বছর আগে বাংলাদেশি এক যুবকের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন ৩০ বছরের পাকিস্তানি নারী মাহা বাজোয়ার। সম্প্রতি স্বামী তাঁকে তালাক দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নেননি মাহা। ভালোবাসার মানুষকে ফিরে পেতে সুদূর পাকিস্তানের লাহোর থেকে হবিগঞ্জের চুনারুঘাটে এসেছেন তিনি।
মাহা পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। তাঁর স্বামী স্বামী সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।
তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।
গত শুক্রবার রাতে স্বামীর খোঁজে হবিগঞ্জে এসে তাঁর স্বামী সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহা।
এদিকে বিদেশি বধূ আসার খবরে গত দুই দিন আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার সঙ্গে। পরে তাঁরা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে তালাক দেন সাজ্জাদ। কিন্তু সেই তালাক মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান। এ কারণে গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে ওঠেন।
সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, ২০১৪ সালে লাহোরে ওই পাকিস্তানি নারীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে আবার পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। একই দিনে বাংলাদেশে ফেরে মাহাও।
তিনি আরও বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তাঁর পরিচয়। পরে তাঁরা বিয়ে করেন। একপর্যায়ে তাঁদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও এসে হাজির হন। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে নেই। তিনি এলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।
পাকিস্তানের ওই নারী বর্তমানে তাঁর আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘ওই নারী ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। তিনি থানায় এসেছিলেন। পরে আবার আসবেন বলে চলে যান।’
১০ বছর আগে বাংলাদেশি এক যুবকের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন ৩০ বছরের পাকিস্তানি নারী মাহা বাজোয়ার। সম্প্রতি স্বামী তাঁকে তালাক দেন। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নেননি মাহা। ভালোবাসার মানুষকে ফিরে পেতে সুদূর পাকিস্তানের লাহোর থেকে হবিগঞ্জের চুনারুঘাটে এসেছেন তিনি।
মাহা পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে। তাঁর স্বামী স্বামী সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)।
তিনি হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে।
গত শুক্রবার রাতে স্বামীর খোঁজে হবিগঞ্জে এসে তাঁর স্বামী সাজ্জাদের ভাইয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহা।
এদিকে বিদেশি বধূ আসার খবরে গত দুই দিন আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার সঙ্গে। পরে তাঁরা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে তালাক দেন সাজ্জাদ। কিন্তু সেই তালাক মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান। এ কারণে গত ১৭ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন মাহা। শুক্রবার রাতে তিনি উত্তর বড়াইল গ্রামে সাজ্জাদের বাড়িতে ওঠেন।
সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, ২০১৪ সালে লাহোরে ওই পাকিস্তানি নারীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে আবার পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ নভেম্বর দেশে ফেরেন। একই দিনে বাংলাদেশে ফেরে মাহাও।
তিনি আরও বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করতেন। সেখানেই মাহার সঙ্গে তাঁর পরিচয়। পরে তাঁরা বিয়ে করেন। একপর্যায়ে তাঁদের সংসারে ভাঙন ধরে। সাজ্জাদ দেশে ফিরলে মাহাও এসে হাজির হন। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে নেই। তিনি এলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টির সুরাহা করা হবে।
পাকিস্তানের ওই নারী বর্তমানে তাঁর আতিথেয়তায় রয়েছেন বলেও স্বপন জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ‘ওই নারী ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এ দেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলি তিনি অনুসরণ করেননি। তিনি থানায় এসেছিলেন। পরে আবার আসবেন বলে চলে যান।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে