শাবিপ্রবি প্রতিনিধি
অবশেষে আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে তাঁরা এ কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন। ভোররাত ৪টার দিকে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আন্দোলনের ১৩তম দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশনস্থলে যান। সেখানে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর স্ত্রী ইয়াসমিন হকও সঙ্গে ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ড. জাফর ইকবাল বলেন, ‘আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি, তোমাদের অনশন ভাঙিয়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও।’
শিক্ষার্থীরা জানান, অধ্যাপক জাফর ইকবালের অনুরোধ ও দাবি পূরণের প্রতিশ্রুতিতে তাঁরা আজ এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছেন না তাঁরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এলে এরপর তাঁরা অনশন ভাঙবেন বলে জানিয়েছেন।
ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, ‘আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই, তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।’
উল্লেখ্য, এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গত বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।
অবশেষে আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে তাঁরা এ কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন। ভোররাত ৪টার দিকে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আন্দোলনের ১৩তম দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশনস্থলে যান। সেখানে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর স্ত্রী ইয়াসমিন হকও সঙ্গে ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ড. জাফর ইকবাল বলেন, ‘আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি, তোমাদের অনশন ভাঙিয়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও।’
শিক্ষার্থীরা জানান, অধ্যাপক জাফর ইকবালের অনুরোধ ও দাবি পূরণের প্রতিশ্রুতিতে তাঁরা আজ এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছেন না তাঁরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এলে এরপর তাঁরা অনশন ভাঙবেন বলে জানিয়েছেন।
ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, ‘আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই, তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।’
উল্লেখ্য, এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গত বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে