Ajker Patrika

৭ সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

সিলেট প্রতিনিধি
বকেয়া বেতন আদায়ের দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
বকেয়া বেতন আদায়ের দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

৭ সপ্তাহের বকেয়া বেতন না দেওয়া এবং ১৩ মাসের প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা শ্রমিক তহবিলে জমা না দেওয়া ও বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। আজ শনিবার দুপুরে লাক্কাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ সপ্তাহ ধরে বেতন-ভাতাদি বন্ধ রয়েছে চা-শ্রমিকদের। যার কারণে এখন কাজ বন্ধ করে আন্দোলন করছেন চা-শ্রমিকরা। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির সিলেটের লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগান বন্ধ রয়েছে। বেতনভাতাদি বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকেরা। এ কারণে তারা এখন আন্দোলন করছেন।

চা-শ্রমিক কৃষ্ণ গোয়ালা বলেন, ‘সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। এজন্য অবরোধ করেছি। এখনও আমাদের মালিক কিংবা কর্তৃপক্ষ কেউই আমাদের খোঁজ নিচ্ছে না যে কীভাবে আমাদের চা-শ্রমিকেরা আছে। এই ৭ সপ্তাহ বেতন-ভাতা ছাড়া আমরা বাচ্চাকাচ্চা নিয়ে কীভাবে চলছি, তা ওপরওয়ালা জানেন।’

তিনি আরও বলেন, ‘কখন আমাদের মালিকরা ৭ সপ্তাহের বেতন দিবে, এই আশায় রয়েছি। যার কারণে আজ এই আন্দোলন করছি। রাস্তায় নামার পরও কেউ যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আরও ২–৩ দিন এভাবে আন্দোলন করব। যদি এর মধ্যে তারা আমাদের বেতন-ভাতা না দেন, তাহলে আমরা রাজপথে নামব।’

ন্যাশনাল টি কোম্পানির লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান আজকের পত্রিকাকে জানান, ‘আমাদের টাকা না থাকায় শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারছি না। আমরা কৃষি ব্যাংকে লোনের জন্য আবেদন করেছি। আশা করছি, সেখান থেকে টাকা পেলে আমরা তাদের বেতনভাতাদি দিতে পারব। এখন আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত