Ajker Patrika

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশ ইন

মৌলভীবাজার প্রতিনিধি
বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ১২১ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা
বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ১২১ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ থামছেই না। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ ইন অব্যাহত রেখেছে।

আজ রোববার উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। এ নিয়ে জেলার বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৬৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্র জানায়, আজ ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১২১ জনক আটক করে বিজিবি। এর মধ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিওপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করেন। পরিচয় যাচাই-বাছাই শেষে সকালে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১২১ জনকে আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত