হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বামৈ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মুমিনুলকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। এ সময় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা জেলা প্রশাসক ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তাঁর মেয়ে একটি বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থা থেকে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন সহকারী শিক্ষক মুমিনুল হক। তাকে একাধিকবার যৌন হয়রানিরও চেষ্টা করেছেন তিনি।
১৬ মার্চ সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশ চলাকালে শারীরিক অসুস্থতাবোধ করায় ওই ছাত্রী স্কুলভবনের তৃতীয় তলার শ্রেণিকক্ষে বসে ছিল। সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীও ছিল। এ সময় সহকারী শিক্ষক মুমিনুল হক গিয়ে অন্য শিক্ষার্থীদের বের করে দেন। তিনি ওই ছাত্রীর কাছে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। একপর্যায়ে তার হাত ধরেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন এবং আয়া গৌড়ী সেখানে গেলে মুমিনুল হাত ছেড়ে দিয়ে নিচে চলে যান।
শিক্ষক গিয়াস উদ্দিন ও আয়া গৌড়ী নেমে পড়লে তিনি আবার ওই ছাত্রীকে জড়িয়ে ধরেন। তখন ওই ছাত্রী চিৎকার শুরু করলে মুমিনুল হক তার মুখ চেপে ধরেন। তার চিৎকার শুনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল করিমসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মুমিনুল ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন।
ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীকে জানানোর পরও তিনি মুমিনুল হকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী বলেন, ‘কিছু একটা তো অবশ্যই হয়েছে। মেয়ে তো এমনি এমনিই অভিযোগ করেনি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
এদিকে অভিযুক্ত শিক্ষক মুমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। যার কোনো সত্যতা নেই।’
ইউএনও মো. শরীফ উদ্দিন বলেন, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হবিগঞ্জের লাখাইয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বামৈ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মুমিনুলকে সাময়িক অব্যাহতি দিয়েছেন। এ সময় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা জেলা প্রশাসক ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তাঁর মেয়ে একটি বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থা থেকে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন সহকারী শিক্ষক মুমিনুল হক। তাকে একাধিকবার যৌন হয়রানিরও চেষ্টা করেছেন তিনি।
১৬ মার্চ সকালে স্কুলের প্রাত্যহিক সমাবেশ চলাকালে শারীরিক অসুস্থতাবোধ করায় ওই ছাত্রী স্কুলভবনের তৃতীয় তলার শ্রেণিকক্ষে বসে ছিল। সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীও ছিল। এ সময় সহকারী শিক্ষক মুমিনুল হক গিয়ে অন্য শিক্ষার্থীদের বের করে দেন। তিনি ওই ছাত্রীর কাছে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। একপর্যায়ে তার হাত ধরেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন এবং আয়া গৌড়ী সেখানে গেলে মুমিনুল হাত ছেড়ে দিয়ে নিচে চলে যান।
শিক্ষক গিয়াস উদ্দিন ও আয়া গৌড়ী নেমে পড়লে তিনি আবার ওই ছাত্রীকে জড়িয়ে ধরেন। তখন ওই ছাত্রী চিৎকার শুরু করলে মুমিনুল হক তার মুখ চেপে ধরেন। তার চিৎকার শুনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল করিমসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মুমিনুল ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন।
ঘটনা জানাজানি হওয়ার পর ওই ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীকে জানানোর পরও তিনি মুমিনুল হকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী বলেন, ‘কিছু একটা তো অবশ্যই হয়েছে। মেয়ে তো এমনি এমনিই অভিযোগ করেনি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
এদিকে অভিযুক্ত শিক্ষক মুমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। যার কোনো সত্যতা নেই।’
ইউএনও মো. শরীফ উদ্দিন বলেন, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
৩৩ মিনিট আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
৩৪ মিনিট আগেদীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৩ ঘণ্টা আগে