Ajker Patrika

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরও ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত দিয়ে তাঁদের ঠেলে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ এবং ১৮টি শিশু রয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো অন্তত ৪৫০ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহলদল ৪৮ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, তাঁরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। আজ তাদের বিএসএফ বাংলাদেশে পুশইন করে। তাঁদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। পরে বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করে বড়লেখা থানায় হস্তান্তর করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত