Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলন: শাবিপ্রবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৯: ০৯
কোটা সংস্কার আন্দোলন: শাবিপ্রবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।  

মিছিলটি নিয়ে প্রধান ফটকে গেলে পুলিশ বাধা দেয়। কিন্তু শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান করে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। পরে বিকেল ৫টার দিকে ‘বাংলা ব্লকেড’ অবস্থান কর্মসূচি থেকে সরে এসে রাস্তা থেকে অবরোধ তুলে নেন তাঁরা।

পুলিশের বাধা উপেক্ষা করে শাবিপ্রবি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকাএদিকে বিক্ষোভ চলাকালীন ‘কোটা না মেধা, মেধা মেধা’, ’আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা হত্যার অপর নাম, কোটা প্রথার জয়গান’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানে না’, ‘চলছে দাবি চলবে, কোটার শিকড় জ্বলবে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

শাবিপ্রবি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকাআন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান। পরে শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত