Ajker Patrika

সুনামগঞ্জে খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 
খাস জমিতে গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
খাস জমিতে গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনভর এই অভিযান চলানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিদুজ্জামান, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ। এ সময় মধ্যনগর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৪ বছর আগে মধ্যনগর মৌজার ১৩ শতাংশ খাসজমিতে ছোট দোকানঘর করার শর্তে বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু বন্দোবস্ত গ্রহীতারা শর্ত ভঙ্গ করে ভূমি অফিসের জায়গায় মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করেন এবং তা আবাসিক ব্যবহারের জন্য পাকা স্থাপনায় রূপান্তর করেন।

খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ নিয়ে উপজেলা প্রশাসন একাধিকবার মৌখিক সতর্কতা এবং লিখিত কারণ দর্শানোর নোটিশ দিলেও দখলকারীরা তা উপেক্ষা করেন। পরে, উপজেলা প্রশাসন বন্দোবস্ত বাতিলের প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন তা অনুমোদন করে। খাসজমিটি পুনরায় সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে আজকের অভিযানে এক্সকাভেটরের মাধ্যমে ওই জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। জমিটি সরকারের নিয়ন্ত্রণে আনতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিদুজ্জামান বলেন, ‘ভূমি অফিসের দখলকৃত জায়গা ও খাসজমি অবৈধ দখলমুক্ত করাই আজকের উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য। পর্যায়ক্রমে সব দখলকৃত খাসজমি উদ্ধার করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত