Ajker Patrika

সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম আকাশচুম্বী: এমপি মোকাব্বির

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিন্ডিকেটের কারণে নিত্য পণ্যের দাম আকাশচুম্বী: এমপি মোকাব্বির

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ‘সবক্ষেত্রে থাকা অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সিন্ডিকেটের কারণে আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী, অসহায়-গরিব মানুষেরা কীভাবে যে বেঁচে আছেন তা একমাত্র আল্লাহ’ই জানেন।’ 

আজ সোমবার সিলেটের বিশ্বনাথ ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোকাব্বির খান বলেন, ‘আমরা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মানুষকে কত প্রতিশ্রুতি দিই। আর বিজয়ী হওয়ার পর সেসব কথা ভুলে গিয়ে নিজের পকেটভারী করতে ব্যস্ত হই, অথচ দেশের মালিক কিন্তু সর্বস্তরের জনগণ।’ 
 
মাদ্রাসার সুপার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, খাজাঞ্চী অ্যাকাডেমির পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, সমাজসেবক সাজিদুর রহমান সোহেল ও তবলপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মইনুল ইসলাম। পরিচালনা করেন মাওলানা মোসাদ্দেক হোসেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত