Ajker Patrika

সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, অনির্দিষ্টকালের ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি
আজ ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি। ছবি: আজকের পত্রিকা
আজ ভোর থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে সুনামগঞ্জ থেকে কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়নি।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এক হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা মারেন। এর জেরে শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালান এবং ওই হেলপারকে মারধরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় রোববার বিকেলে পরিবহনশ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যায় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলেও ধর্মঘট অব্যাহত থাকে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বলেন, সুবিপ্রবির শিক্ষার্থীরা আগেও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি। এ অবস্থায় তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমিকনেতারা জানান, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো রুটেই যান চলবে না।

ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ টার্মিনালে এসে জানতে পারছেন বাস চলাচল বন্ধ। বিশেষ করে বৃষ্টির মধ্যে নারী-শিশুদের ভোগান্তি আরও প্রকট হয়েছে।

সুবিপ্রবির এক শিক্ষার্থী বলেন, হেলপার মাদকাসক্ত অবস্থায় একজন শিক্ষার্থীকে ধাক্কা দেন, এ থেকেই ঘটনাটি ঘটে।

জেলা শ্রমিকনেতা ইজাজুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত