Ajker Patrika

চতুর্দিক থেকে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ১৪
চতুর্দিক থেকে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে একবার আসে, একবার আসে না। তাঁদের চতুর্দিক থেকে মাথা খারাপ হয়ে গেছে। কোনটা করত বোঝেন না। শুধু তারিখ দেয় মারামারির, মারামারিরও সাহস নাই।’ 

আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মারামারি বাংলাদেশের মানুষ চায় না। দেশে আইন আছে, সংবিধান আছে। আইন অনুযায়ী নির্বাচন হবে। যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তোমরা আদালতে যাও, নির্বাচন কমিশনে যাও, সমাধান আছে।’ 

তিনি আরও বলেন, ‘দেশের বিষয়ে দেশেই সমাধান আছে। এ জন্য বাইরের দেশে যেতে হবে না। বাইরের দেশ আমাদের আবারও গোলাম বানাতে চায়। যা আওয়ামী লীগ সরকার কোনো দিনও মেনে নেবে না।’ 

চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর প্রমুখ। 

এর আগে পরিকল্পনামন্ত্রী এলজিইডির বাস্তবায়নে ৭৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক কোটি এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এক কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন করেন। 

এ ছাড়া মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চার কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত