জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে একবার আসে, একবার আসে না। তাঁদের চতুর্দিক থেকে মাথা খারাপ হয়ে গেছে। কোনটা করত বোঝেন না। শুধু তারিখ দেয় মারামারির, মারামারিরও সাহস নাই।’
আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মারামারি বাংলাদেশের মানুষ চায় না। দেশে আইন আছে, সংবিধান আছে। আইন অনুযায়ী নির্বাচন হবে। যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তোমরা আদালতে যাও, নির্বাচন কমিশনে যাও, সমাধান আছে।’
তিনি আরও বলেন, ‘দেশের বিষয়ে দেশেই সমাধান আছে। এ জন্য বাইরের দেশে যেতে হবে না। বাইরের দেশ আমাদের আবারও গোলাম বানাতে চায়। যা আওয়ামী লীগ সরকার কোনো দিনও মেনে নেবে না।’
চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এলজিইডির বাস্তবায়নে ৭৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক কোটি এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এক কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন করেন।
এ ছাড়া মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চার কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি নির্বাচনে একবার আসে, একবার আসে না। তাঁদের চতুর্দিক থেকে মাথা খারাপ হয়ে গেছে। কোনটা করত বোঝেন না। শুধু তারিখ দেয় মারামারির, মারামারিরও সাহস নাই।’
আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মারামারি বাংলাদেশের মানুষ চায় না। দেশে আইন আছে, সংবিধান আছে। আইন অনুযায়ী নির্বাচন হবে। যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তোমরা আদালতে যাও, নির্বাচন কমিশনে যাও, সমাধান আছে।’
তিনি আরও বলেন, ‘দেশের বিষয়ে দেশেই সমাধান আছে। এ জন্য বাইরের দেশে যেতে হবে না। বাইরের দেশ আমাদের আবারও গোলাম বানাতে চায়। যা আওয়ামী লীগ সরকার কোনো দিনও মেনে নেবে না।’
চিলাউড়া-হলিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী এলজিইডির বাস্তবায়নে ৭৩ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ লাখ ৩৯ হাজার ২০০ টাকা ব্যয়ে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক কোটি এক লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও এক কোটি ২৫ লাখ ৭৪ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে জগন্নাথপুর-স্বজনশ্রী ভায়া চিলাউড়া সড়কে আরসিসি কাজের উদ্বোধন করেন।
এ ছাড়া মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চার কোটি টাকা ব্যয়ে চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় চার কোটি টাকা ব্যয়ে রসুলপুর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে